প্রভাতে পাখির ডাকে, ঘুম ভেঙ্গে যায়
মিনারে মুয়াজ্জিনের, স্বর শোনা যায়।
উঠ তব ঘুম থেকে, উঠ গো মোমিন
নামাজ দিয়েই শুরু, হোক নব দিন।
মিনারেতে মুয়াজ্জিন, যায় বলে যায়
নামাজ থেকে উত্তম, আর কিছু নয়।
তাই আর আলসেমি, না করি গো শুয়ে
নামাজ আদায় করি, মসজিদে গিয়ে।
তার সাক্ষাৎ লাভের, আশা রেখে বুকে,
তার ইবাদাতে শপে, দিয়েছি নিজেকে।
রক্ষা কর তুমি আছে, গো বিপদ যত
তাই তোমার নিকট, মাথা করি নত।
তুমি মোর অন্ন দাতা, অন্ন কর দান
তাইতো সবার আগে, তোমার সম্মান।
তুমি প্রভু ক্ষমাশীল, কর মোর ক্ষমা
সর্ব শক্তিমান তুমি, কি দেব উপমা।