তুমি চেয়েছিলে একটি সুন্দর দেশ
যেথায় থাকবে না জাতের বিদ্বেষ
তুমি চেয়েছিলে একটি স্বাধীন ভূখণ্ড
থাকবেনা যেথায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব
পৃথিবীর থেকেও বিশাল ছিল তোমার হৃদয়
গরিব দুঃখী মানুষ পেলো সেথায় আশ্রয়।
দাঁড়িয়েছো রুখে সদাই দেখে অন্যায়
মায়া ছিল হৃদয়ে তোমার ছিলো নাকো ভয়।
যুদ্ধাহত বাংলা মা কে করে গেছো সেবা
পারতো বল তোমার মত হাল ধরিতে কেবা!
হে নেতা মহান তুমি, শ্রদ্ধা তবো তরে
দেবতা তুমি প্রতিটা বাঙালির হৃদয় মন্দিরে।
সোনার বাংলা গড়ার স্বপ্নে চলছিলে এগিয়ে
পাকিস্তানি দোষর গুলাই ভয় পেলো তাই দেখে।
চেয়েছিলো ওরা পরাতে আবার পরাধীনতার বেড়ি
সেই আশাতেই নিলো ওরা তোমার জীবন কারি।
পনেরো আগষ্ট হত্যা যজ্ঞে উঠেছিল যারা মেতে
তাদের বিচার হচ্ছে দেখ বাংলার মাটিতে।
চেয়ে দেখো গো জাতির পিতা দেখো আঁখি মেলে
বঙ্গকন্যা হাল ধরেছেন তব স্বপ্ন যায়নি মিছে।