কবি অনিরুদ্ধ বুলবুল এর পরামর্শ মতে এবং কবির  নতুন করে বিন্যাস  করে দেওয়া কবিতাটি  সম্পাদনা করে দিলাম।


সাঁঝের কোলে আঁধার ঢেলে হারালো যে প্রভা
আজকে প্রাতে এলো ফিরে ছড়িয়ে দীপ্ত আভা।
জীবন রবি সেই যে কবে পড়লো মেঘে ঢাকা
তারই মাঝে অস্ত গেল পাইনি আলোর দেখা।
সঙ্গী বিহীন ওই আঁধারে ডুবেই আছি একা
প্রদীপ হাতে আলোর ছোঁয়া দেয়নি কোন সখা।
একাই আমি ভোগ করেছি সকল দুঃখ বেদনা
আশায় আছি মেঘের আড়েই দেখবো সূর্যখানা।