ঘড়েই থাকো ঘরের ছেলে
যেয়ো না আজ বাহিরে
বিশ্ব জগত দেখবে পরে
আপন জীবন বাঁচিয়ে।


এখন একটু খান্ত থাকো
এরিয়ে চলো ভির
খেলবে পরে পৃথিবীটা
হলে আবার স্থির।


পৃথিবীকে করেছে বন্দি
করছে না সে কোন সন্ধি
হাজার হাজার মারছে মানুষ
চালাচ্ছে মহা মৃত্যু যোগ্য।


শুনে তার ভয়াল গর্জন
বিপন্ন আজ জনজীবন,
হাহাকার আজ চারিদিকে
বাতাস ভারী আর্তনাদে।


হে খোদা দায়াময় হে রহমান
তোমার হাতেই মোদের প্রাণ,
বাঁচাও পাপি বান্দাদের
তুমি তো মহান মহীয়ান।