মোর কাছে নেই জীবনের কোনো সংজ্ঞা
নেই কোনো জ্যান্ত থাকার মানে।
জড়োর বস্তুর মতো বেঁচে থাকা
সে তো জিন্দা লাশের মতই!
চোখ থেকেও যে দেখে না অন্যায়
সেই চোখ দুটো চোখ নয়,
আমারও কাছে সে অন্ধের মতো।
যে হাত করেনা প্রতিবাদ
বল সে হাত রেখে কি লাভ!
তুমি পরে নাও চুরি দুই হাতে।
যে কন্ঠে হয়না প্রতিবাদি গান
সে তো বোবার সমান
চাই না ঐ ওকন্ঠ মোদের সমাজে।
যে কলম থেমে যায় দেখে রক্ত চোখ
সে কলম আজ ধ্বংস হোক
যা আসবে না মানবতার কল্যাণে।
মূর্তির মত বেঁচে থাকা
সে প্রতি মূহুর্তে মারা যাওয়া
সেই জীবনের কোনো মূল্য নাই।
পশু দেখে যারা ভয় পাই
শিকার করা তাদের সাধ্য নাই
বাহানা দেখিয়ে বলে আমরা খায়না তো আমিষ।