সত্যের পিছে শুধু দৌড়ায় মিছে মিছে,
মিথ্যার গ্যারাকলে আজ পা আটকেছে।
অযথায় শুধু সত্য বলে
করছ চেচা মেচি,
তোমার ঐ কথা বল শুনেছে কেউ কি?
তুমি যতই সত্য বলো কি মূল্য তাহার,
তোমার সামনে আছে দাড়িয়ে
মিথ্যার বড় পাহাড়।
ঐ পাহাড়ের আঁধার গুহায়
তুমি যদি নেও আশ্রয়,
এই সমাজের বরেণ্য ব্যক্তি
হবে তুমি নিশ্চয়।
যদি তুমি চাও ডিঙ্গিয়ে যেতে
পাহাড়ের উপর দিয়ে।
পাগল পদবিতে হবে ভূষিত
মূল্যায়ন না পাবে।
যদি তুমি চাও ভেঙ্গে ফেলতে
মিথ্যার কাল পাহাড়।
এই সমাজ তোমায় দিবে হাত করা
আজীবণ ডন্ড ভার।