মনে পড়ে সেই দিন,
সেই ছোট বেলা।
হাপ প্যান্ট পরতাম,
খেলতাম নানা খেলা।
কখনো চোর পুলিশ।
কখনো মোরগ যুদ্ধ।
নানান খেলায় মাতো মন,
ভুলে যেতাম খাওয়ার কথা।
মা এসে আদর করে বলতো বাবা আই
খাওয়ার বেলা যে তোর বয়ে যাই।
আদর করে ভাতটা যখন খাওয়ে দিত মা,
ভুলে যেতাম আমি সব বেদনা।
ভাবি বসে সেই দিন,
পাব কি আর ফিরে?
যদি আবার পাওয়া যেত ,
খুশি হতাম কি যে।