বছর শেষে আবার এলো ডিসেম্বর মাস টায়
রক্ত মাখা ভাই এর কথা মনে পড়ছে তাই।
দিনটা ছিল মেঘে ঢাকা,
তারি মাঝে হারিয়ে গেল ভাই এর মুখটা।
ভেবেছিলাম কি সে স্বাধীনতা,
যার জন্য ভেসেছে রক্ত বন্যা।
বুঝতে পারিনি সেই দিন,
স্বাধীনতা কী।
তবে বুঝেছি এখন তা কতটা দামি।
বুঝতে পেরেছি এখন স্বাধীনতামানে-
মায়ের কোলে নিশ্চিন্তে মাখা রাখা।
নিজের ভাষায় কথা বলা।
স্বাধীন ভাবে জীবন গড়া।
স্বাধীনতা স্বাধীনতা,
আমার ভাই এর রক্তে গড়া স্বাধীনতা,
আমার মায়ের ইজ্জত এর দাম স্বাধীনতা।
হে মহান স্বাধীনতা বাংলার স্বাধীনতা।