আমি একটা বেকার যুবক
বসে আছি ভাই,
কাজ কামের যে আমার কোনো মুরোদ নায়।
মায়ের কথা রোজ রোজ,
যেমন তেমন একটা কাজ খোঁজ।
বাবা বলে কতো দিন আর,
খাবে এই হোটেলে।
বেকারত্বের অভিশাপটা ধাওয়া করছে মোর।
যানিনা কবে বেকারত্ব শেষ হবে,
নাকি জীবনটাকে টেনে নিয়ে যাবে
আধার জগতে।
জীবন এখন মাঝ পথে থমকে গেছে হায়,
কোন দিকে যাবে তার রাস্তা না পায়।