এ কি হলো শীতের সকালে
যায় না চোখে দেখা!
সাদা সাদা চারিদিকে কী?
ঘন কুয়াশা।
হাত পা যেন ঠান্ডাতে যাচ্ছে যমে।
তারি মধ্যে সকলে ছুটছে নিজ নিজ কাজে।
গাড়ি গুলি হন বাজিয়ে ছুটছে অবিরাম।
খেজুর গাছের মাথায় দেখি গাছুরিটা বসে,
রশের ভার নামাচ্ছে সে অতি সাবধানে।
রমনিরা মেতেছে আজ বানাতে নানা পিঠা,
শীত সকালে রশের পিঠা,
মুখটা করে মিঠা।
গ্রাম গায়ের শীত সকালটা,
বলার মত কথা।