আমিতো ছোট্ট একটি জীর্ণ কুঠিরে,
এই শীতে যাচ্ছি কুজিয়ে।
ভাবছি তাদের কথা,
ফুট পাতে ঐ ঠান্ডা শানে
গুজেছে যারা মাথা।
যদিও আমি ছোট্ট কুঠিরে
আছি অনেক কষ্টে শুয়ে।
তবুওতো আছি আমি
তাদের থেকে আরামে।
ফুট পাতের ঐ ঠান্ডা শানে
আছে যারা শুয়ে।
তবুওতো একটি কম্বল
আছে আমার হয়ে সম্বল।
ওরা যে আছে
ছালা জড়িয়ে
ফুট পাতের ঐ ঠান্ডা শানে।
মনটা আমার ওদের
ডেকে দাওয়াত দিতে চায়,
চল ভাই সকলে মিলে
আমার,ছোট্ট কুঠিরে যায়।
আমিযে এক নিঃস্ব ছেলে কিছুই করার নায়
তবুও যদি কোনো দিন,
একটু সুযোগ পায়।
এই গরিবের ছোট্ট কুঠিরে
ওদের আনতে চায়।