আমার বাবা একটু রাগি,
একটু অভিমানি।

বাবা যখন রাগে,
তখন ভয়ে বুকটা কাপে।
চোখ দেখে তার,
বুকটা আমার
ধাপুস ধুপুস করে।

বাবার শাসন আমার কাছে,
বড়ই মধুর লাগে।
তার শাসনের মদ্ধে যেন,
স্নেহ লুকিয়ে থাকে।

বাবা যখন আদরের সাথে
নামটি ধরে ডাকে,
সকল কাজ ফেলে আমি
ছুটি তার সাথে।

কেনো বাবা এতো দিন হলো
ডাকোনা আর মোরে।

শত ভুলেও তোমার রাঙা চোখ
পাইনা দেখতে।

কোথায় তোমার শাসন বারোন?
কোথায়  আছো তুমি?
শত ডেকেও তোমার খবর,
পাইনা যে আমি।