মনের মাঝে জেগে ছিলো ক্ষোভ
যখন করেছিলেন শাসন।
বুঝিনি তখন
করেছিলেন কেনো শাসন।
বুঝেছি বিদায় বেলায়
কেনো করেছিলেন শাসন আমায়।
যেনো হতে পারি মানুষ
দাঁড়াতে পারি
নিজের পায়ে।
আজ ছেড়ে যাবো তোমায়
হে শিক্ষা গুরু আমায়।
তাইতো মনটা কেঁদে যায়।
যখন ক্লাসে দিতে কান মলা
মনে মনে তোমায়,
বলতাম কতো কথা।
এখন করি ক্ষমা প্রার্থনা
হে শিক্ষা গুরু করুন মোর
অপরাধ মার্জনা।
আজ বুঝেছি বিদায় বেলায়
কেনা করেছিলেন শাসন আমায়।