হাসি খুশি ছোট বোনটা আমার
আঘাত মনে পেয়েছে,
মুখটা তাই ভার করে
বসে সুধু রয়েছে।
চোখ দিয়ে বেয়ে পড়েছে পানি
মুখে যে তার
           নেইকো বাণী।
মায়ের কাছে
           জানলাম আমি
মন বেজারের কাহিনী।
শিক্ষা সফর যে সে
দিচ্ছে না মা টাকা।
তাইতো সে মুখ
ভার করে বসে
আছে একা একা।
আমি বললাম শিক্ষা সফর,
সে তো ভালো কথা।
ছোট মানুষ যাবেইতো সে
দিচ্ছনা কেন টাকা?
মা বললো হাতটা মোর
আছে বড় ফাঁকানইলে কেন কাঁদবে সে
বসে একা একা।
দিচ্ছি টাকা আমি এই নাও
হাসো এবার মিষ্টি বোনটা
দেখি তোমার হাসি মুখটা।