সুয়ে ছিলাম আমি আধার রাতে
কালো আচমানের নিচে।
তারা গুলি জলছিল অষ্টাপদের মতো করে
ছামিয়ানার মতো আকাশটা আমায়
রেখেছিল ঢেকে অতি জতনে।
হাওয়া গুলি বয়তে ছিল এলোমেলো
রাত্রি বেলার স্তব্ধতা মোর লাগতে ছিলো ভালো।
ঝেঝি পোকার বিরক্তিকর ডাক
সেদিন ছিলোনা সেখানে।
চাঁদ মামা দিচ্ছিল আলো মিটিমিটি করে।
তাই বেশি তোমার কথা পরতে ছিল মোর মনে।
ছোট্টবেলাই যখন,এমন রাত
আসতো মদের মাঝে
গল্পের আসর জমাতে তুমি
উঠানে পাটি পেরে।
নতুন একটা গল্পের জন্য
ধরতাম যখন বায়না
দিদিমা বলতো আর একটু তোরা
কাছেতে এসে বয়না।
কোথায় তুমি আজ দাদিমা
আছো এমন রাতে।
তোমার কথা পরছে মনে
আমার বারে বারে।