প্রবাস জীবন বরই মধুর,অফুরন্ত সুখ,
তাই এসেছি দূর প্রবাসে,
একটু সুখের আশে।
হায়রে নিয়তি কোথায় সে সুখ
পায় নাতো আজ খুঁজে।


আজ এ দেশে বুঝেছি এসে
দেশ প্রেম সে কি,
সে যে এক মহান অনুভুতি
তা যায়না চোখে দেখা।


ওমা তোমার কথা যখন পরে মনে
জ্বলে,পুড়ে যায় এই হিয়া
তোমার মায়ার টানে।
দুই নয়নের জলে মাগো
তোমার ছবি আঁকে।
তোমার আদরের খোকা ডাক
মা,মোর শুনতে ইচ্ছে করে।
তোমাকে মা দেখার আশে
হৃদয় টা যায় ফেটে।
ভালো থেকো মা আপন দেশে
থেকো মা গো তুমি সুখে।


বন্ধুদের কথা পড়লে মনে
দুই চোখ ভাসে চোখের জলে।
ভেসে উঠে আনন্দে ঘেরে
সেই মুহূর্ত গুলি।
আজ প্রবাসে থেকেও বন্ধু তোদের
বরই মিস করি।
ভালো থাকিস বন্ধু তোরা
থাকিস তোরাও সুখে।