আর পারিনা সইতে আমি অন্যায় অবিচার,
চাইনা আমি শুনতে আর হাহাকার,
পারিনা আর সইতে আমি
মায়ের চোখের নোনা পানি।
আর চাইনা দেখতে আমি
বুলেটে ক্ষত বুক।
আর চাইনা বারুদের আগুনে
পুড়ে যাক কাহারো সুখ।
চাইনা আমি দেখতে আর,কোন তনুর মুখ।
চাইনা দেখতে ফিলিস্তিনির ঐ
দগ্ধ ঘর গুলো,
যেখানে প্রতিদিন মুসলিম বুনেরা
হচ্ছে নির্যাতিত।
আর চাইনা দেখতে আমি
ভাইয়ে ভাইয়ে হানাহানি,
আর চাইনা দেখতে আমি
রক্তে লাল ভূমি।
সময় এসেছে এক হও সকলে,
রুখে দাও সব অন্যায়।
কলম ধর আজ নজরুল প্রেমী,
হয়ে ওঠ প্রতিবাদি।
চাই যে আমি এই দুনিয়ায় একটু শান্তি।