সাহিত্য প্রেমে অমর হয়ে আছেন রবীন্দ্রনাথ,
নজরুলের বাশিঁর টানে আসে নতুন প্রভাত।
নতুন দিনে নতুন সূর্য উদয় হলে আকাশে,
পাখিরা সব গেয়ে উঠে শিশির উঠে ঝলমলে।
পাখির গানে জীবননান্দ পাই কবিতার ছন্দ,
কবিতার মাঝে তুলে ধরে জীবনের ভালো মন্দ।
বিদেশ গিয়ে মধুসূধনের মনে আসে যে দন্দ,
মায়ার টানে আসে ফিরে যেথায় শৈশবের গন্ধ।
নাতিটাকে কাছে নিয়ে জসীম করছে কত গল্প,
দিয়েছে কবর কত জনরে মনটা তাই ক্ষুবদ্ধ।
সুকুমার চাই হাঁসি খুশিতে থাকুক না সকলে,
তাইতো রসিক মনটা তাহার দিল যে বিলিয়ে।