সদর, তাজ তোমাদের লাল সবুজের সালাম
একাত্তরের যুদ্ধে বিলিয়ে দিয়েছো আপন প্রাণ।
স্বাধীন একটা দেশের জন্য করেছো সংগ্রাম,
ভয় পাওনি কখনো তুমি রাখতে মায়ের মান।
রেখেছো যে জীবন দিয়ে বোনের ইজ্জতের দাম,
রেখেছো তোমরা বুকে রক্ত দিয়ে জাতীর সম্মান
মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুমি গেয়েছো জয় গান,
স্বাধীন একটা দেশের জন্য ঝরিয়েছো যে ঘাম।
তোমাদের ত্যাগেই পেয়েছি আনন্দের এই ক্ষণ
তোমাদের কথা পড়তে মনে চোখের কোনে জল
তোমার নামেই ভোরের পাখি গাইছে দেখ গান।
তোমাদের স্মরণে নেমেছে দেখ রাজ পথে ঢল
তোমার আদর্শ আমাদের করে আজ অনুপ্রাণ
চোখ মেলে দেখ তোমার স্বপ্ন হয়েছে যে পূরণ।
~~~~~~~~~~~~~~~~~
উৎসর্গ আড়পারা যুদ্ধে শহীদ আমার নিজ গ্রামে ঘুমিয়ে থাকা শহীদ সদর উদ্দীন ভোলা ও শহীদ তাজ উদ্দীনকে।