তুমি আছো হৃদয়ে স্বর্ণ ঘরটায়
তোমার থেকে প্রিয় যেন আর কিছু নাই।
তোমাতেই শপেছি আমার এই মন
নিভৃতে তোকেই করি আলিঙ্গন।
জীবনের সব রং ধূসর যখন
তোমাকেই খুঁজে ফেরে আমার নয়ন।
বিপদে আপদে সদা তোমায় পেয়েছি
তুমি আছো হয়ে মোর চলার সারথী।
যদিও থাক তুমি দৃষ্টির বাইরে
যায়গা করে নিয়েছ হৃদয় গহীনে।
চলার পথে যখনি খেয়েছি হুচট
তুমি এসে বাড়ায়ে দিয়েছ হাত।
অবসরে ব্যস্ততায় তোমায় খুঁজি সদাই
বুজিলে চোখ আমি তোমায় খুঁজে পাই,
তুমি ছাড়া হৃদয় দেশে কারো বাস নাই।
বন্ধু তুমি মোর সুখের বারতা
তোমাকেই দেখে ভুলি সকল ব্যথা।
অবচেতন মনে যখন করেছি ভুল
নিজ কাঁধে নিয়ে তার দিয়েছ মাশুল।
কখনো করেছ তুমি মিষ্টি জালাতন
তারই অভাব আমি বোধকরি এখন।
বন্ধু তোমাতেই মুগ্ধ আমার এই মন
আছো তুমি সাথে মোর ছায়ার মতোন।
জীবনে দরজায় যখনি এসেছে ব্যর্থতা
তুমি হয়ে এসেছ মোর নতুন অনুপ্রেরণা।
যখনি চলেছি হতে বিপথগামী
তুমি দেখিয়েছ সঠিক পথ খানি।
বন্ধু তুমি ছিলে মোর অন্তর্যামী
বুঝিতে পারতে মোর হৃদয় বাণী।
বন্ধু আমি পেয়েছি, পেয়েছি শত শত
হয়নি আজও বন্ধু কেও তোমারি মতো।


উৎসর্গ: আমার সকল বন্ধুদের।