তুচ্ছ সব জিনিস ছিল কত মূল্যবান
ধন না থাকলেও ছিল সবার মর্যাদা সম্মান।
ছিলনা কারো রেষারেষি উঠত সেথা স্বপ্ন সশী
মধুর সুরে বাজতো মাঠে রাখাল ছেলের বাঁশি।


ভালোবাসায় পূর্ণ ছিল কৃষকের ছোট ঘর
ছিলনা কেউ শত্রু সেথা কেউ ছিলনা পর।
সন্ধ্যা হলেই যাত্রা পালার আসর উঠতো মজে
হাঁসি আনন্দে থাকতো সেথা সবার দিন সেজে।


নকশিকাঁথায় তুলতো ধাগা কৃষাণি অবসরে
ফুটতো কাঁথায় স্বপ্ন যত আছে মনের ঘরে।
তাজা ফুলের গেঁথে মালা দিত খোঁপায় বেনী
ফুলের মালায় থাকতো সেজে গাঁয়ের রমণী।


ছিলনা কারো অর্থকরীর বাড়তি অহংকার
ছিলনা তখন অনর্থক দাপট ক্ষমতার।
চায়নি তখন রমণীরা দামি অলঙ্কার
ঐক্য ছিল সবার তরে দুঃখ মানতো হার।


চাইছি আবার আসুক ফিরে সেই স্বর্ণ দিন
নিপাত যাক আধুনিকতার অভিশাপের বিন।
কৃষকের গোলা ধানে ভরুক পুকুর ভরুক মাছে
গাঁয়ের বুকে আনন্দ ফিরুক আবার সকাল সাঝে।