পেতে চাই চাই গো আমি
একটু খানি শান্তির আাশ্রয়
যে দিকেই আমি বিচরণ করি,
সেই দিকেই শুধু অশান্তি
কোন খানেই শান্তি নাই ।
ছিলো জীবন আমার সুখ মূখর
এখন জীবন ঘিরে রয়েছে
অশান্তির কালো ছায়া
এমন সময় আসিবে আমি
কখনও ভাবি নাই !
অশান্তির এই বর্বরতা থেকে
আমি পেতে চাই  মুক্তি
জীবিত আমি থেকেও
আমি যেন মৃত প্রাই ?


আমি আজ ক্লান্ত,
নেই কোন সস্তি
পেতে চাই গো আমি
একটু খানি শান্তির আশ্রয় ।
নিদ্রা হারা আমার নয়ন,
বুকে জমা বিষাদের আগুন ?
জীবন থেকে বিতাড়িত
করতে চাই,
অশান্তির কালো আধাঁর
আবার নতুন করে গড়তে
চাই জীবনে সুখের ফাগুন ।