কী অপুর্ব এ পৃথীবী যেন
শিল্পির আঁকা ছবি,
সবুজের সমারোহ ভূমিতে
আর আকাশে সোনার রবি।
বাতাস বহরে ভেষে আসে
পাখীর মিষ্টি মাখা সুর,
পৃথীবীর বুকে খেলা করে
সোনা মাখা রদ্দুর।


প্রজাপ্রতি গুলো উড়ে তাদের
রঙ্গিন পাখনা মেলে,
পাহাড়ের গা বেয়ে ঝরনা ধারা
বয়ে চলে নিত্য তুলে।
ফুল গুলো ফুটে ওঠে পাড়ির আবেসে,
ভ্রমর গুলো মাতাল হয়
ফুলের ছড়ানো সুভাসে।


দিন গড়িয়ে রাত হয় সময়ের তালে,
আঁধার মাঝে মিটি মিটি করে
চাঁদ মামা তার জোৎস্না ঢালে।
মুগ্ধ হই এ পৃথীবীর অপুর্বাতা দেখে!
এই পৃথীবী কত যে অপরুপময়
শেষ করা যাবে না তা লিখে।