লাখো মানুষের ভিড়ে আমি হেঁটে চলি
খুঁজে ফিরি নিজের স্থানটাকে,
না জানি দূরত্বটা আরও কতদূর?
ছন্নছাড়া জীবন পরাধীনতা শুধু
বিব্রত অসময়ের জালাতন!
নব মোহনতার পথ ধরে হারাতে  চাই
খুলে ফেলে সব বাঁধন।
মৌনতা মহীত শান্তহীন পক্বত
রত্নময়ী খচিত হরন্যতা।
বিভোষন করুনা আর তিরুক্তি
অসময়ের নিমগ্নতার অবসর
অমৃত স্বাদ নোনতা মাখা
রুক্ষতা সপ্ন ঘোর।
অধীর গন্ন সামরতা
হারিয়ে ফেলে সবটা হয়েছে ক্ষুন্ন
চলতে থাকা অ-ব্যাক্ততা।