এখন তো বইছে শীতের মৌসুম
গাঁয়ে জড়ানো চাঁদরটা।
সূর্যের দেখা নেই আকাশেতে
তাইতো থর থর করে কাঁপছে শরীরটা।
কুয়াশার আবরনে ঢাকা চারিদিকে
আবসা মেঘে আকাশটা ঘোলাটে।
সব দিকেই শুধু ধোঁয়া আর ধোঁয়া
তবুও ভালো লাগে শীতের এই ছোয়া।