পারি নাগো মন তোমাকে বুঝতে
বলবে সেইটা কী কারণ?
যদি হও আমার মনটা তুমি
তাহলে কার দেখো স্বপন?


কার কথা ভাবো মন,
কার ছবি আঁকো?
তুমি কী একাকি নিরালয়ে
তারে কী দেখো?


আমি বলি যে কথা
তুমি কী বুঝতে পারো?
যদি পারো বুঝতে তুমি
তবে কেন এমনটি করো।


সবাই আমার আপন হলেও
মন তুমি হলো সব থেকে দামি,
তোমাকে ভরশা করেই মন
পথ চলি আমি।


তুমি আমার চলার সঙ্গী
কাছে থাকো সারাক্ষন,
তুমি আর নও তো কেও
তুমি আমারই  মন।