আজ অবেলার এই ক্ষনে শুধু ভাবনারা সঙ্গি,
মনের ভেতরে আবেগটা কেন জানি উঁকি দিয়ে ওঠে।
মৃদু মৃদু হাসি এসে যাই ঠিক তখনই আমার ঠোঁটে
কত রকম কথা যে বলে ফেলি এই আবেগের বশে,
পরে আবার মনে হয় আমি এ কি বলছি?
ভাবতেই অবাক লাগে আমার।
এখনতো সময় আমার না সময়টা হলো অবেলা তোমার।
হায়রে মন তোর কী এতো আবেগ?
এতো কথা কেমন করে বলিশ?
মন বলে অবেলার এই ক্ষনে ভাবনাটাই আবেগ হয়
ও তাই বুঝি আমি বলি।
অবেলার এই ক্ষনে কত কী যে হয় বুঝিনা?
যখন আমি চোখ দুটি বন্ধ করি আমার মনে হয়
আমি যেন মারা গিয়েছি,
আমার নিঃশ্বাস নিতে হয় কষ্ট,
মনে হয় পৃথীবীটা হচ্ছে উলাট-পালাট
সব কিছু হয়ে যাচ্ছে নষ্ট।
কান্না চলে আসে আমার নয়নে,
বুকের মাঝে ধুক ধুক করে ওঠে,
ভয় লাগে ঠিক তখনি।
আবার হঠাৎ করেই চোখ খুলেই দেখি আমি
তো ঠিকই আছি।
আমার এমনটা মনে হলো কেন?
মৃত দেহে আমি আবার প্রান ফীরে পেলাম যেন।
মনে মনে ভাবি এটা হয়তো আমার কল্পনা
নাকি কি বাস্তবতা বুঝিনা কোনটাই?
না এটা বাস্তবাতা হতে পারে এটা আমার কল্পনাই
কত কী ঘটনা ঘটে এই অবেলার ক্ষনটাই।