বাজায় সখী বাঁশি আমি শুনিতে
পাও কি তুমি তার সূর?
কোথায় সখী আছো তুমি
কোন সে বহুদূর!


সূরের মোহে ডাকি তোমায়
আসবে কী আমার কাছে,
তুমি ছাড়া এই ভুবনে
আমার নাহি কেহ আছে।


সূর তুলি তোমার নামে
নিরব এই ক্ষনে,
ছায়া সঙ্গি হয়ে তুমি
আছো আমার মনে!


হাতে আমার বাসরীয়া
নয়ন মাঝে তুমি,
তোমার প্রেমে মাতোয়ারা হয়ে
বাঁশি বাজায় আমি।


তোমার কথা ভেবে ভেবে
আমার বাসীটা সূর তোলে,
সূরে সূরে ডাকে তোমারে
ভালোবাসি তোমায় এ কথাটি বলে।


মাতাল করা সূরে আমি
ভোলাবো তোমার হৃদয়,
সূরে তালে তুমি সখী
ভালোবাসবে গো এ আমায়।