জন্ম থেকে শুরু হয় জীবন নামের গল্পটা
লেখা থাকে কত কাহিনী নিয়ে জীবন খাতাটা।
চলে যায় সময়ের দিন গুলো ধীরে ধীরে?
যে দিনটা যায় চলে আসে না তা কখন ফিরে!
তাই চলে যাওয়া দিন গুলি হয়ে থাকে স্মৃতি
এটাতো জীবন গল্প অধ্যায়ের নিয়মের ঋতি।
চলে যাওয়া দিন গুলো আবার মনে পড়ে
হারনো স্মৃতিটা যেন পিছু টানে!
বারে বারে ডেকে যায় পুরোনো লগ্ন
না ফেরার দেশে মিলায়িত সাময়িকার গন্ন।
কি ছিলো আর কি হলো একি জীবনপ্রবাহ
কাটে না কেন পাওয়া বা হারানোতার মোহ?
অপূর্নাতার ছায়াটা লেগে থাকে সাথে
পূর্নতা খোঁজার জন্য এ মনটা মাতে।
সুখী থেকেও কেন কষ্টরা বেরোই বুকটা চিরে
অচেতনটা বাসা বেঁধে থাকে জীবনটা ঘিরে।
অচেনা আকাশেতে মন পাখীটা যায় উড়ে
ফিরতে চাই চেনা আকাশে ফিরতে চাই নীড়ে!
ফুল বাগানে ঝরেফুল যেমনি করে
জীবন হলো ফুলের মতো সেও যাবে ঝরে।
এটা হলো প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে
জীবন গল্পের লেখা গুলি শুধু পড়ে রবে।
চিরতরে শেষ হয়ে যাবে জীবন রবে না কথা
এক দিন ফুরিয়ে যাবে জীবন গল্পের পাতা।