গতিহীন জীবন
বয়ে চলি কি কারণ
পাই না সদুত্তর।
মেঘে ঢাকা মন
প্রবল বর্ষণ
ঈশ্বর নিরুত্তর।
রুক্ষ পথে চলি
সত্য সাথে করি
না করি মাথা নত।
আপন কেহ নয়
পরিচয় দেয় সময়
শুনি বিষসম কথা কতো।
ইচ্ছা তরী
কাগজে গড়ি
দিলাম ভাসায়ে জলে।
এক লহমায়
ডুবিলো সেতো
অসীম অনন্ত সলিলে।
ঝাউবনে বসে
একান্তে নিরবে
দেখি নির্নিমেষ।
ডুবিছে সূর্য
কিছুমাত্র রশ্মি
রহিছে অবশেষ।
নিশীথ রাতের সাথে
করি নিভৃতে আলাপন।
তারাদের সাথে
মোর সখ্যতা এখন।
সুদূর ছায়াপথে
মন দিয়েছে পাড়ি।
হেথায় রইল পড়ে সব
জীবনের সাথে মোর আড়ি।


25.04.2022