আজ মনটা ভালো নেই।
ইচ্ছে করে সকালবেলা
বাবার হাতটা ধরে
ইস্কুলেতে যাই।
পড়ি আবার নতুন করে
সহজ পাঠের ছড়া।
শিখি আবার নতুন করে
অংক,নামতা বলা।
ছুটোছুটি টিফিন বেলা
ধুলো মেখে কবাডি খেলা।
কোথায় যেন হারিয়ে গেল
পাখনা মেলে আমার ছোটবেলা।
আজও শুনি বিকেল বেলা
ছুটির ঘন্টা পড়ে।
বাচ্চা গুলো একই রকম
হইহুল্লোড় করে।
ছুটির ঘন্টা একই রকম
আনন্দ রব তোলে।
আজও সেই ফুচকা ওয়ালা
একই সময় আসে।
ঘুঘনি চাট আচার পাঁপড়
পেয়ারা শসা আমড়া মাখা
স্কুলের দোরে একই রকম
একই স্বাদের আছে।
শুধু বদলে গেছে জীবন আমার
বন্দী কাজের মাঝে।