আমি ফিরে ফিরে আসি সেই পথে
যেথা রইল পড়ে মোর শৈশব।
আমি খুঁজে খুঁজে ফিরি সেই ঘর
যেথা পেয়েছিলাম স্নেহের বৈভব।
কতকাল যেন শুনি নাই আমি
দুটি মিষ্টি মধুর কথা।
কন্যা সন্তান! সে তো অপাংক্তেয়!
হৃদয় ভরা শূন্যতা।
জীবন যেন লড়াই শুধু
শুধুই আঘাত  আর ব্যর্থতা।
দগ্ধ বিধ্বস্ত এ মন
খোঁজে তোমায় সারাক্ষণ।
ফিরে পেতে চায় তোমায় কিছুক্ষণ
খুঁজি সেই আঙিনা সেই উঠোন।
যেথা শিখেছি প্রথম নিজ পায়ে চলতে
পারি না আমি কখনো তোমায় ভুলতে।
খেলেছি কতো পড়েছি কতো
আদরে স্নেহে বক্ষে জড়ায়ে রেখেছো আমায় কতো।
করেছো শাসন করেছো বারণ
শোনেনি তখন আমার অবোধ শিশুমন।
রাখো না মোর শিরে, তোমার আশিস ভরা হাত
আসে না ঘুম, কাটে না মোর রাত।
পুরানো বইয়ের পাতায়
তোমার হাতের লেখায়
আমি খুঁজে ফিরি তোমার স্নেহস্পর্শ।
জানি তুমি আসবে না আর ফিরে
গেছি নিষ্ঠুর সময়ের কাছে হেরে।
প্রতীক্ষায় আমি-
মুক্তির আহ্বান।