অস্তরাগের সময় এখন
নিভৃতের ডাক শুনি।
গন্তব্যহীন আমি
কুয়াশার পথে চলি।
ভিজে গেছে আঁচল
অঝোর নয়ান জলে।
মন আঘাতে আঘাতে চূর্ণ
রয় না আর গৃহকোণে।
বসে রই নির্বাক
অন্ধকার সমুদ্র সৈকতে।
উচ্ছ্বল ঢেউ এসে ছুঁয়ে যায়
যেন সান্ত্বনা দিয়ে যায়।
শুনি সমুদ্রের গর্জন
যেন বলে যায় অমোঘ বাণী।
কেউ না থাকুক পাশে
আমি আছি চিরদিন।
থাকবো তোর সাথে
শুনবো সকল মর্ম ব্যাথা।
ভয় নেই ভয় নেই
আমি আছি আশ্রয়দাতা।