ধ্যানমগ্ন রহি তোমার চিন্তনে
সাকার রূপ সুন্দর আভরণে।
অধিষ্ঠিত দেবতা হৃদয়াসনে
পূজিত তুমি পরমগুরু জ্ঞানে।
নিষ্পেষিত আত্মা কটুকথনে
শান্ত প্রিয়তমের মধুর বচনে।
তোমার আলোকিত ভুবনে
দিয়াছো আশ্রয় শুভ লগনে।
কৃতজ্ঞতায় নত আজীবনে
লহ প্রণাম প্রিয় পূণ্যতিথিক্ষণে।