বিষাদের সুর
বাজে অবিরত।
শূন্য দুচোখ
খোঁজে তোমায় কতো।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো
ছিল জলছবির মতো।
সময়ের স্রোতে
ভেসে গেল এজীবন
দিশাহীন খেয়ার মতো।
জীবনের রং তুলি
ভেঙ্গে গেল কোন ক্ষণে।
অবুঝ কিশোরী মন
বোঝেনি বাঁচার মানে।
বসন্তের কোকিল
ফিরে যায় ডেকে ডেকে।
পাইনা ভেবে
কী উত্তর দেবো তাকে।
জানবে না তো তুমি কোনদিন
মোর নীরবতার কি মানে।
নিঃস্ব এ মন
রয়ে যাবে চিরকাল
কালো মেঘেতেই ঢেকে।
না পাওয়ার বেদনায়
মন ক্ষতবিক্ষত।
বিষাদের সুর
না জানি বাজিবে আর কত?