দেবীপক্ষ শুভারম্ভ
শুক্লপক্ষ প্রতিপদতিথি।
শৈলপুত্রী রূপে পূজিত
দেবী দুর্গা ভগবতী।
দক্ষিণ হস্তে ত্রিশূল
বাম হস্তে রক্তিমপদ্ম।
বৃষভ বাহন 'পরে
মহামায়া বিরাজিত।
স্বর্ণবর্ণা দেবী
অপরূপা সুন্দরী।
অর্ধচন্দ্র সুশোভিত
দেবীর ললাট।
দীর্ঘ তপস্যার পূণ্যফলে
হিমালয়রাজ লভিলেন বর।
জগৎমাতা জন্ম নিলেন
হিমালয়রাজ ঘর।
শিউলি সরোজ পুষ্পে
দেবী হন পরম তুষ্টা।
করুণাময়ী দেবী
সুখবরদায়িণী।
মমতাময়ী মাতা
অভীষ্ট বরপ্রদায়িণী।