আলো আর আঁধারের মাঝে
দাঁড়িয়ে রয়েছি আমি।
সন্ধ্যা প্রদীপ হাতে
আঁধারের বুক চিরে
আলোকিতা এক নারী।
সত্যের অগ্নিশিখায়
দীপ্ত এ মন।
না মানে বাঁধা
না মানে শাসন।
অবগুন্ঠিত নই কুন্ঠিত নই
দৃঢ় কন্ঠে করিতে জানি প্রতিবাদ।
চলি দুর্গম মরুপথে
ক্লান্তিহীন একাকী।
পেয়েছি কাঁটার মুকুট
বহে কত রুধিরাশ্রু
তবু মানি না আমি হার।
কলুষিত সমাজ ভুবন
দেখেছি আজীবন।
বিষাক্ত কীটসব,রক্তবীজ।
তবু নির্লিপ্ত এ মন
প্রস্ফুটিত নিষ্পাপ ফুলের মতন।
অমলিন শুদ্ধ
স্থান শুধু ঈশ্বর চরণ।