প্রত্যুষ... প্রত্যুষ ...প্রত্যুষ ...
আমি ভালোবাসি তোমায় খুব।
তুমি রোজ আসো মোর দ্বারে
তবু কেন চলে যাও নিশ্চুপ ?
আমি অপেক্ষায় থাকি রোজ
কখন হবে রাত্রির অবসান।
তুমি জানো না তো
মনে জমে আছে কত অভিমান।
তুমি একরাশ সোনালী আলো
আমি নীরবে বেসেছি তোমায় ভালো।
নির্লজ্জ নিঃসঙ্কোচ হয়ে বলি তোমায়
জীবনের যতো চাওয়া,না পাওয়ার কথা।
জানিনা কি ভাবো তুমি আমায়
তোমাকেই যে বলি সব ব্যথা।
তুমি কি সত্যিই বোঝ না
আমি তোমার অনুগতা।
তোমার হাতে হাত রেখে
আমি দেখেছি কত অরুণোদয়।
তোমার সৌম্যরূপ দর্শনে হই বিভোর।
নীল নীলিমায় মন হারায়।
তুমি আসবে কবে ?
একমুঠো ভালোবাসার ফুল হাতে।
বলোনা,কবে ভরিয়ে দেবে মোর জীবন
প্রণয়ের ঘনঘোর বর্ষাতে?