গোধূলিবেলায় সিঁদুর রঙে আকাশ হয়েছে রাঙা।
মোর মনআকাশেও স্বপ্নগুলো মেলছে যেন ডানা।
পড়ন্ত বিকেলের শেষে
হঠাৎ তুমি এসে
বলছো আমায় হেসে
যাবে কি মেঘের দেশে?
কি উত্তর দেবো,
পাই না তো আমি ভেবে।
আমার গোপন প্রেম চায় যে প্রকাশ পেতে।
চাই আমি শুধু তোমায়
মন চায় বলে দিতে।
আমার স্বার্থপর মন
বলছে সারাক্ষণ
তুই নে সাজিয়ে নিজের জীবন।
ভাবিস নারে আর
সময় করিস না আর পার।
পরক্ষণেই আমার বিবেক জাগ্রত মন
করছে আমায় বারণ।
বলে_ না,করিস না তুই এমন।
নষ্ট করিস না একটা নিষ্পাপ জীবন।
আমার দ্বন্দ্ব ভরা মন
বলে_ দেখিস না আর দিবা স্বপন।
আয় ফিরে নিজ ঘরে।
মেঘের দেশ নয় তোর তরে।
নিস্পৃহ নির্বিকার মন নিয়ে
চল ডুব দিবি অনন্ত আধাঁরে।
এটাই বিধাতার ইচ্ছা যে!