আমার ফেসবুক , তোমার ঘরের জানালা
আমার হোয়াটস অ্যাপ, তোমার ঘরের দরজা ।
আসছি আমি যখন তখন
পারলে খুলে রেখো সারা জীবন
তোমার মনের ঘরের দরজা ।
তোমার ঘরের জানালা দিয়ে
দিচ্ছি আমি উঁকি
দেখছি আমি রাতদুপুরে
তুমি জেগে আছো না কি ?
থাকতে যদি জেগে
আসতাম মনের বেগে।
বলতাম,থাকবো আমি নাকি?
তোমার ঘরে চুপিচুপি?
থাকতে যে চাই, তোমার মনের ঘরে
সারা জীবন, তোমার হাতটি ধরে।
আমার মন কেমনের পালা
তোমায় খুঁজি সারা বেলা ।
যেখানেই থাকো তুমি
সঙ্গেই আছি আমি।
প্রযুক্তির এই যুগে,নেই তো দুরত্বের বাঁধা।
প্রেমপত্র লেখা, ভুলেই গেছে রাধা।
লিখছি মোরা সবাই
হ্যালো বেবি,কোথায় তুমি,
কখন হবে তোমার সাথে দেখা?
মন আকাশে মেঘের মতো
জমেছে আজ অনেক কথা।
সময় হলেই করমু
হোয়াটসঅ্যাপ বা ইমু।
নুতন যুগের প্রেম
মানে আলোর পাতায় চিঠি।