প্রভু, আর কতো আঘাত করবে আমায় তুমি?
তোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ যে আমি।
আমার হৃদয় আসনে তুমিই তো বিরাজিত।
তবে কেন করো আঘাত আমায় অবিরত?
তোমাকেই তো মোর পিতামাতা বলে মানি।
তোমারি চরণে রাখি নিজ মন খানি।
তবে কেন আমার স্বপ্নগুলি দিচ্ছ ভাঙ্গি?
বলো প্রভু,কি এতো অপরাধ করি আমি?
শৈশব হতে তোমারি পথে চলেছি।
বেঁচেছি ধর্মপ্রাণা এক নারী হয়ে।
জীবনে করিনি হিংসা কারো সুখ দেখে।
হাসিনি কখনো কারো দুঃখ দেখে।
তবে কেন প্রভু,
এতো নিষ্ঠুর আঘাত করছো আমায় তুমি?
আমার দুচোখ হতে বহে কতো অশ্রুধারা।
সাক্ষী হয় দিবানিশি সূর্য তারা।
আমার সব ইচ্ছাগুলি চিরদিন অপূর্ণই রইবে জানি।
বলো প্রভু, আমার প্রতি কেন এতো নিষ্ঠুর তুমি?