মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ?
না,তা তো নয়।
মেয়েরাই তো মা হয়।
জগতের আলো দেখে নতুন শিশু।
জগতের কোন মানুষের জন্ম মাতৃগর্ভ ছাড়া হয়?
তবে কেন মেয়ে জন্ম লাঞ্ছনা ভরা হয়?
মেয়েদের দিলে যোগ্য সম্মান
কমে যায় কি পুরুষ জাতির মান?
না,তা তো নয়।
তবে কেন মেয়েদের করা হয় প্রতিপদে অসম্মান ?
মেয়ে মানে সমাজের বোঝা?
তবে কেন ছেলের বিয়ের সময়, মেয়ে হয় খোঁজা?পুত্রসন্তান মানে বংশের প্রদীপ।
আর কন্যা সন্তান মানে,
ভালো হতো,জন্মেই মরতো যদি।
ছেলেরা হয় জগতের আলো।
আর মেয়েরা কি জগতের কালো?
না,তা তো নয়।
তবে কেন মেয়ে জন্ম এতো গঞ্জনা ভরা হয়?
মা,বোন, মেয়ে রূপে,মেয়েরা থাকে প্রতি ঘরে ঘরে।
তবে কেন নারীত্বের অসম্মান হয় প্রতি পদে পদে?
মেয়েরা কি শুধুই মনহীন ভোগ্যবস্তু?
না,তা তো নয়।
ধিক্কার, যারা পুরুষজাতির কলঙ্ক
তোমরাই মনহীন আত্মাহীন পাষাণ বস্তু।
তোমরাই জগতের কালো।