অতল গভীর নীল সমুদ্র যে তুমি
আর আমি বালুকাবেলা।
থাকি তোমারি সাথে অষ্টপ্রহর
দেখি দুচোখ ভরে তোমার লীলাখেলা।
শুনি, আমি শুধু শুনি
তোমার গর্জন ধ্বনি।
সে তো নয় গর্জন ধ্বনি
সে যে তোমার ভালোবেসে করা
শাসন বারণ ধ্বনি।
শুনি, আমি মুগ্ধ হয়ে শুনি।
তুমি ফিরে ফিরে আসো ঢেউ হয়ে
ছুঁয়ে যাও মোর তটভূমি।
শিহরিত তনু,পুলকিত মন
দেখি রামধনু রঙ আমি।
কবে পাবো তোমায় নিজের করে
সেই অপেক্ষাতেই দিন গুনি।
আসবে কবে তুমি
প্রবল ঢেউ হয়ে একখানি।
রেখে যাবে মোর 'পরে
তোমার পদচিহ্নখানি।
ভরিয়ে দেবে মোর আঁচল
গভীর সমুদ্রতল হতে
তোমার হৃদয়মুক্তা আনি।
গুনি, আমি শুধু দিন গুনি।
আসবে কবে তুমি
এবার নাও গো আমায় আপন করি।
অনেক হলো বেলা
এবার এসো,ভাসাও মোদের প্রেমের ভেলা।