"আমিও ভালোবাসি তোমাকে"
আজকের দিনে শেষবার বলেছিলে.....


স্মৃতিতে আছো তুমি
রক্তিম আলোকিত অধ্যায় হয়ে।
মননে আছো তুমি
এক অদ্বিতীয় ভাস্কর হয়ে।
চেতনে অবচেতনে তুমি
আছো ষষ্ঠ ইন্দ্রিয় অনুভবে।
শীতল চন্দ্রাতপ তুমি
বিরাজিত হৃদয় গহীনে।