ভোরের বেলা, আমি গাঁথছি মালা
নানান ফুলের,নানা রকম সাজ।
বলো মাগো, কোন ফুলেতে সাজবে তুমি আজ?
গাঁথছি আমি জবার মালা
কলকে ফুল আর কুন্দমালা।
বলো মাগো ,কোন রঙেতে সাজবে তুমি আজ?
শুনছি আমি ,তোমার সোনার নুপূর ধ্বনি
বুঝছি আমি, কাছেই আছো তুমি।
বলো মাগো, কেমন সাজে সাজবে তুমি আজ?
এসো মাগো, বসো আমার কাছে
তোমায় দিই সাজিয়ে চন্দনেরই সাজে।
দিই সাজিয়ে জুঁইয়ের মালা
তোমার ঐ এলোকেশী চুলে।
গেঁথেছি আমি বেলের মালা
গলায় পরবে তুমি সারাবেলা।
তোমার পায়ে দেবো আমি
পদ্ম ফুল আর ভক্তিমালা।
বলো মাগো, কেমন হবে আজকে তোমার সাজ?
মনের মাধুরী দিয়ে, যত্ন করে,
নিত্য নতুন সাজে, সাজাই তোমায় রোজ।
এই তো আমার কাজ।
তোমার রূপে ভুবন আলো।
আমার মনের মাঝে জ্ঞানের প্রদীপ জ্বালো।
জন্ম জন্মান্তর যেন আমি করি,শুধুই তোমার কাজ।
দাও গো মোরে, এই আশীর্বাদ আজ।