আমি কি উপহার তোমায় দেব
ভেবে তো না পাই।
আমার ভাবনা যতো,সব তোমায় দিলাম
আমার আর কিছু তো নাই।
রূপে গুণে নই তো আমি
তোমার উপযুক্ত।
তবু তোমার দেওয়া ভালোবাসায়
আমার অধর সিক্ত।
আমার আঁচল জুড়ে তোমার ছোঁয়া
তোমায় দিলাম মন ও কায়া।
আমার আর কিছু তো নাই।
আমার জীবন ছিল মরুভূমি
তোমার আগমনে আজ সরসভূমি।
তুমি ফোটাও সেথা রঙবেরঙের ফুল।
আমার মন যে বলে
তোমায় ভালোবেসে আমি করিনি কোন ভুল।
আমার জীবন, আমার প্রতিটি শ্বাস
দিলাম তোমার নামে করে।
পারো যদি_ ভালোবাসো।
রাখো আমায় আপন করে।
প্রিয়, তোমায় দেওয়ার মতো
আমার আর কিছু তো নাই।