রোজ রাত্রে চোরের মতো
আসছি আমি চুপিসারে।
তুচ্ছ করে ঘরের বাঁধন,
সীমান্তের ঐ কাঁটারবাঁধন
আসি আমি তোমার ঘরে।
তাতেও তোমার মন না ভরে?
আমি মেঘ হয়ে যাই এক নিমেষে
ধাই তোমার পানে ঝড়ের বেশে।
আমার মনের মাঝেও ঝোড়ো হাওয়া
দেখি,থামাও তুমি কেমন করে?
আমি এক পরিযায়ী পাখির মতো
দিচ্ছি উড়ান তোমার দেশে।
বাঁধছি বাসা মনের সুখে
তোমার উঠোন তোমার দেশে।
তুমি থাকবে কি জীবনভর আমার পাশে?
আমার মন পেয়েছে আজ আলোর গতি
তোমার কাছে যখন তখন যায় যে ছুটি।
তুমিও আসো আমার কাছে
ছড়িয়ে যাও মনের মাঝে প্রেমের দ্যুতি।
তুমি সদা জাগ্রত আমার অনুভবে।
থাকছি আমি পরমসুখে
নিরাপদে তোমার বুকে।
বলো এবার, তুমি যাবে কি
আমার সাথে  প্রেম যমুনায় ডুব দিতে?