******নাওয়াবী তোর জন্য শুধু


মুখটাতে তোর রাজ্যের মায়া
চোখ দুটোতে শান্ত ছায়া,
হাতের ছোঁয়ায় প্রাণটা জুড়ায়
তোর স্মরণে হৃদয় হারায়।


তোর কথা যেই মনে পড়ে
অশ্রুগুলো বাঁধন ছিঁড়ে
যায় গড়িয়ে তুফান বেগে
আকাশ ঢাকে কালো মেঘে।


জ্ঞান হারিয়ে মান হারিয়ে
যাই ছুটে যাই তোরই কাছে,
এই জীবনে তোর মতো আর
কেই বা আমার আপন আছে?


ও পাশ থেকে দরজাগুলো
শক্ত করে আটকে রাখে,
শত ডাকে শত হাঁকেও
কেউ খোলে না দরজাটাকে।


বন্ধ ঘরের ও পাশ থেকে
মিষ্টি কথা যায় শোনা তোর,
শুনতে পেলেও পাই না দেখা
ওরে আমার প্রাণ পাখি তোর।


ছুটে গেলাম নদীর কাছে
সাগর সেঁচে মাছের দেশে,
প্রাণটা আমার মরছে কেঁদে
কেমনে পাবো তোকে পাশে।


গাছের কাছে ফুলের কাছে
আরো গেলাম গহীন বনে
পাই না তবু তোর দেখাটা
জল চিকচিক আঁখি কোণে।


পথ হারালাম মত হারালাম
আজকে আমি শুধুই একা,
আছি কেবল তোর অপেক্ষায়
তুই ছাড়া যে সবই ফাঁকা।


০৩/৭/২০১৮