ভুলে ছিলাম বহুদিন, কে আমি
কী আমার পরিচয়;
লক্ষ্যহীন পথে ঘুরে ঘুরে শুধু  
জীবন করেছি ক্ষয়।


ভ্রান্ত পথে পথিকের বেশে  
ঘুরেছি অন্ধকারে,
মুক্তির দ্বারে মাথা কুটে কুটে
মরেছি বারে বারে।


অজ্ঞতায় কেঁপেছি কখনো
কখনো অমূলক ভয়ে,
দৃষ্টির ভুলে দেখি নি কিছু
মুখ বুজে গেছি সব সয়ে।


নির্জনতায় কোন এক ক্ষণে
ডুবে যাই আপনার মাঝে,
মৌনতায় খুঁজে খুঁজে পাই
জীবনকে অন্য রকম এক সাজে।      


দেখি না তো আর কালি এখানে
শুভ্রতায় সব ঢাকা,
মনোকুঠিরে থরে থরে থরে
রঙিন ছবি সব আঁকা।  


জীবন আর নয় আজ
কেবলই লক্ষ্যহীন কোনো ঘুড়ি,
নয় সে তো আর ঢেউ ভাঙা
পরিত্যক্ত কোন নুড়ি।


আজ আমি জানি কে আমি,
কী আমার পরিচয়,
লক্ষ্যপানে ছুটে যেতে তাই
নেই কোনো পিছুটান কিংবা ভয়।


ধ্যানে আর জ্ঞানে জীবনের পানে
আমি এক মুসাফির,
সত্যের পথে হেঁটে যেতে যেতে
চঞ্চলা মন হয়ে যায় স্থির।    


মন প্রাণ সব সঁপে দিয়ে তারে  
লাগে যেন ভারমুক্ত,
এসো সবে ভাই আজ তবে তাই
ধ্যানের সাথে হই যুক্ত।