গলা যার যত বেশী
চোখে পর্দা কম,
মিথ্যের বাহাদুরিতে
তার তত বেশী দম।
চাপার গতির কাছে
চিতার দৌড়েও হার,
নির্লজ্জতায় পুরোটা ঢাকা
আগাগোড়া সব তার।
সত্য উচ্চারণে সদা সতর্ক
আজব এক জামানায়,
জয়ের মুকুট ঝলমল করে
মিথ্যে আর দাম্ভিকতায়।